১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ এএম ভারতের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হলো। দেশটির ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী সি পি রাধাকৃষ্ণন ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডিকে পরাজিত করেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই নির্বাচন মধ্যবর্তী সময় অনুষ্ঠিত হলো, কারণ কয়েক সপ্তাহ আগে আগের উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় স্বাস্থ্যজনিত কারণে পদত্যাগ করেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ভোটে ৭৫৪টি ভোটের মধ্যে ১৫টি অবৈধ ঘোষণা করা হয়। বৈধ ভোটের মধ্যে রাধাকৃষ্ণন ৪৫২ ভোট পেয়ে জয়ী হন, আর রেড্ডি পান ৩০০ ভোট। এ নির্বাচন ভারতের ইলেকটোরাল কলেজের ৭৮১ সদস্যের মাধ্যমে সম্পন্ন হয়েছে। দীর্ঘদিনের বিজেপি রাজনীতিক রাধাকৃষ্ণন বর্তমানে মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন...