কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা সর্দার গ্রুপের সদস্য বলে জানা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত চারজন। নিহতরা হলেন, গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) এবং মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় মণ্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান সারফান সর্দার। গুরুতর আহত বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। আহত আরও চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন অভিযোগ করে বলেন,...