১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় আওয়ামী লীগ নেতা জসিম খাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান। এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গাজীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম খা (৬৫)শিমুলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সামেট্টিকী এলাকার মৃত সদর খাঁর ছেলে। তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা যায়। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ি এলাকা থেকে জসিম খানকে গ্রেপ্তার করা হয়। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।...