দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ এসএটুয়েন্টিতে দল পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে লিগটিতে দল পেয়েছেন তিনি। জোহানেসবার্গে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের এই স্পিনারকে ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র্যান্ডেতে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা) দলে ভিড়িয়েছে ডারবানস সুপার জায়ান্টস। তাইজুলের দল ডারবানস সুপার জায়ান্টসে আছেন হাইনরিখ ক্লাসেন, সুনীল নারাইন, জস বাটলার ও এইডেন মার্করামের মতো তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা এই জনপ্রিয় লিগটির চতুর্থ আসর মাঠে গড়াবে এ বছরের ২৬ ডিসেম্বর। এবারের আসর শুরুর আগে ৮৪টি স্লটের চূড়ান্ত নিলামের জন্য রাখা হয় ৫৪১ জন ক্রিকেটারের নাম। বাংলাদেশ থেকে এই নিলামে ছিল ১৪ জনের নাম। সেখান বাংলাদেশ থেকে শুধু দল পেয়েছেন তাইজুল। বাকি ১৩ জন হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ...