ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম এম আল মিনহাজ। ফলাফল ঘোষণার পর অধিকাংশ প্রার্থী ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানালেও মিনহাজ দিয়েছেন ব্যতিক্রমী বার্তা। নিজের বিজয়ের আনন্দ ভাগ করে নিতে গিয়ে তিনি দিয়েছেন নিজের ব্যক্তিগত মোবাইল নম্বর। বলেছেন, যেকোনো সমস্যা বা পরামর্শ সরাসরি জানাতে। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে একটি পোস্টে এই আহ্বান জানান মিনহাজ। সেখানে তিনি লিখেন, মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। একদিকে বিজয়ের আনন্দ, অন্যদিকে দায়িত্বের আমানতের ভার। তিনি জানান, প্রতিদ্বন্দ্বী ১৪ জন প্রার্থী এবং প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর প্রতি তার কৃতজ্ঞতা রয়েছে। সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেছেন তিনি। পোস্টে তিনি স্পষ্ট করে বলেন, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ খাতে কিছু স্বপ্নের প্রকল্প বাস্তবায়নের ইচ্ছা রয়েছে তার। এজন্য...