ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে ক্ষোভ বাড়ছে। নতুন গেজেট প্রকাশের পর থেকে এলাকায় তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। সকাল ৯টা থেকে ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন প্রবেশপথে অবস্থান নেন এলাকাবাসী। এর পেছনে রয়েছে নির্বাচন কমিশনের ৪ সেপ্টেম্বরের একটি গেজেট। সেখানে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এলাকাবাসী শুরু থেকেই এই পুনর্বিন্যাস মেনে নিতে পারেননি। তাদের মতে, এটি শুধু প্রশাসনিক নয়—একটি আবেগের প্রশ্নও। ভাঙ্গার রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ব শুরু থেকেই এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন। বিশেষ করে ভাঙ্গা গোলচত্ত্বর হয়ে দক্ষিণবঙ্গের প্রবেশপথে দেখা গেছে প্রতিবাদের আঁচ। সকাল থেকে সন্ধ্যা অবধি নয়টি স্থানে আগুন জ্বালিয়ে, গাছ ও বাঁশ ফেলে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার...