হবিগঞ্জ: বাহুবল উপজেলায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬টি ডাকাতি মামলার আসামি জামাল মিয়া ওরফে জামাল ডাকাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নোয়াগাঁও এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ। নিহত জামাল ওই গ্রামের আবদুর রহমানের ছেলে।বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, জামাল ও তার সহযোগীদের সাথে একই গ্রামের আরেকটি গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার ভোর রাতে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে রেখে যায়। ভোরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।ওসি বলেন, ডাকাতি, দস্যুতা ও চুরির অভিযোগে শুধু বাহুবল মডেল থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে ১৬টি। দেশের আরও বিভিন্ন থানায়ও তার নামে মামলা থাকতে পারে।তিনি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর গ্রামের...