ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) বিপুল ভোটে ভিপি নির্বাচিত হওয়ার পর আবু সাদিক ওরফে সাদিক কায়েম বলেছেন, ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই। এখানে জুলাই প্রজন্ম, ঢাবি শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে। আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করবো। ডাকসুর ভিপি হিসেবে নয়, নিজেকে একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন ২০২৫-এ শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে জয়ের পর প্রতিক্রিয়ায় সাদিক কায়েম এমন মন্তব্য করেন। সাদিক কায়েম শুরুতেই বলেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, ৯০-এর শহীদ, আবরার ফাহাদ, ছাত্রলীগ নির্যাতিত সবাইকে স্মরণ করছি। দৃঢ়কণ্ঠে বলতে চাই, আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ করবো। ডাকসুর ভিপি হিসেবে নয়, নিজেকে একজন ভাই হিসেবে পরিচয় দিতে চাই। সাদিক কায়েমকে আগে যেমন দেখেছেন, এখনও তেমনই দেখবেন ইনশাআল্লাহ। ডাকসুর নবনির্বাচিত ভিপি আরও বলেছেন, নির্বাচন আয়োজনে শিক্ষার্থীরা রাতদিন...