১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ এএম গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরাইল কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায়। এই হামলার উদ্দেশ্য ছিল গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনায় থাকা হামাসের শীর্ষ নেতাদের ওপর আঘাত করা। যদিও হামলায় নেতারা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন, তাদের অবস্থান নিরাপদ রয়েছে। হামলায় অন্তত ১২টি বিমান হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, হামলার সময় নেতারা নিরাপদ ছিলেন, কিন্তু তাদের শেলটার দেওয়া হোটেল ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার লক্ষ্য ছিলেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া, জাহের জাবারিনসহ কয়েকজন উচ্চপদস্থ নেতা। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই হামলার সমন্বয়ক ছিলেন। এ ঘটনায় কাতার তীব্র নিন্দা জানিয়েছে এবং ইরানসহ বেশ কয়েকটি আরব দেশও হামলার সমালোচনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ...