আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়ার কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে পোল্যান্ড। আজ বুধবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে পোল্যান্ডের সশস্ত্র বাহিনী। খবর বিবিসির। অপারেশনাল কমান্ড অব দ্য পোলিশ আর্মড ফোর্সেস জানিয়েছে, মঙ্গলবার রাতভর প্রতিবেশী দেশ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় যে ড্রোনগুলো পোলিশ আকাশসীমা লঙ্ঘন করেছিল, সেগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।আরো পড়ুন:ইউক্রেন যুদ্ধ থামাতে ফের যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউরোপের নেতারাপ্রথমবারের মতো ইউক্রেনের সরকারি ভবনে রাশিয়ার হামলা ইউক্রেন যুদ্ধ থামাতে ফের যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইউরোপের নেতারা বিবিসি বলছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই প্রথম ন্যাটো সামরিক জোটের কোনো সদস্য দেশ রাশিয়ান সম্পদকে সরাসরি নিজেদের আকাশসীমায় আক্রমণ করলো। পোল্যান্ড সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার রাতে রাশিয়া ইউক্রেনে হামলার চালানোর সময় তাদের ড্রোন বারবার আমাদের আকাশসীমায় ঢুকে পড়ছিল। পরে, অপারেশনাল কমান্ডারের নির্দেশে অস্ত্র...