ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস ও এজিএসসহ ১২ সম্পদক পদে নয়টিতে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। এ জয়কে শিবিরের নয়, শিক্ষার্থীদের বলে জানিয়েছেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ হোসেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আরো পড়ুন:ডাকসুর ১২ সম্পাদক পদে একটিতেও নেই ছাত্রদলবদলাব না, সবার ভাই হয়ে থাকতে চাই: নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বদলাব না, সবার ভাই হয়ে থাকতে চাই: নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম তিনি বলেন, “জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।’ এস এম ফরহাদ...