ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়া রাশিয়ার ড্রোন ভূপাতিত করেছে পোলিশ সশস্ত্র বাহিনী। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। পোলিশ অপারেশনাল কমান্ড জানিয়েছে, প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার বিমান হামলার সময় বারবার আকাশসীমা লঙ্ঘনের পর পোল্যান্ড নিজেদের ভূখণ্ডে ঢোকা ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের লক্ষ্যবস্তুতে রাশিয়া আক্রমণের সময় তাদের ড্রোন বারবার আকাশসীমা লঙ্ঘন করে। সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডারের অনুরোধে অস্ত্র ব্যবহার করা হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণে অভিযান চলছে। সেনাবাহিনী জানিয়েছে, আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য পোলিশ এবং ন্যাটো সামরিক বিমানগুলোকে মোতায়েন করা হয়েছে।...