ইরাকে গিয়ে গুম হয়েছিলেন এক ইসরায়েলি-রাশিয়ান ছাত্রী। দীর্ঘদিন পর তিনি ফিরে এসেছেন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে তথ্যটি জানান। খবর ইরান ইন্টারন্যাশনালের।ট্রাম্প জানান, ইরাকে ইরান-সমর্থিত মিলিশিয়া কর্তৃক অপহৃত ও জিম্মি ইসরায়েলি-রাশিয়ান ছাত্রীকে মুক্তি দেওয়া হয়েছে।বিস্তারিত কিছু না বলে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রিন্সটনের ছাত্রী এলিজাবেথ সুরকভ (যার বোন একজন আমেরিকান নাগরিক) তাকে কাটাইব হিজবুল্লাহ (জঙ্গি হিজবুল্লাহ) মুক্তি দিয়েছে। বহু মাস ধরে নির্যাতনের পর এখন ইরাকের আমেরিকান দূতাবাসে নিরাপদে আছেন তিনি। আমি সর্বদা ন্যায়বিচারের জন্য লড়াই করব এবং কখনো হাল ছাড়ব না। হামাস, বন্দিদের এখনই মুক্তি দাও।নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ছাত্রী এবং নিউ লাইনস ইনস্টিটিউটের ফেলো সুরকভ। ইরাকে গবেষণা পরিচালনা করার সময় ২০২৩ সালের মার্চ মাসে নিখোঁজ হয়ে যান তিনি। ৯০৩...