শৈশবের বন্ধু সিমরনজিৎ সিংয়ের বিপক্ষে আজ মাঠে নামবেন শুবমান গিল। ভারত-সংযুক্ত আরব আমিরাত ম্যাচে ছোটবেলার দুই বন্ধু পরস্পরের প্রতিপক্ষ। ভারতের পাঞ্জাবের লুধিয়ানার ছেলে সিমরনজিৎ একজন স্পিনার। শৈশবে মোহালির মাঠে খেলতেন তিনি। সেখানে খেলতেন শুবমানও। ভারতের বিপক্ষে ম্যাচে নামার আগে সিমরনজিৎ বলেন, ‘শুবমানকে ছোট থেকে আমি চিনি। জানি না আমার কথা ওর মনে আছে কি না। ওর বয়স যখন ১১-১২, তখন ওর সঙ্গে খেলেছি। আমরা পাঞ্জাব ক্রিকেট সংস্থার মাঠে অনুশীলন করতাম। সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুশীলন হতো। শুবমান ওর বাবার সঙ্গে আসত। আমি অনুশীলনের পরও থেকে যেতাম। শুবমানকে অনেক বল করেছি।’ শৈশবের বন্ধু সিমরনজিৎ সিংয়ের বিপক্ষে আজ মাঠে নামবেন শুবমান গিল। ভারত-সংযুক্ত আরব আমিরাত ম্যাচে ছোটবেলার দুই বন্ধু পরস্পরের প্রতিপক্ষ। ভারতের পাঞ্জাবের লুধিয়ানার ছেলে সিমরনজিৎ একজন স্পিনার। শৈশবে মোহালির...