খাগড়াছড়ি জেলার সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা কেন্দ্র, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে বর্তমানে গুরুত্বপূর্ণ ক্রস ম্যাচিং পরীক্ষার সুবিধা নেই। এর ফলে জরুরি সার্জারি, ডেলিভারি, সিজারিয়ান এবং থ্যালাসেমিয়া রোগীরা প্রতিদিন নানা ধরনের ঝুঁকি ও ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। একসময় এই হাসপাতালে পরীক্ষাটি চালু থাকলেও স্ক্রিনিং ডিভাইস শেষ হয়ে যাওয়ায় গত ২৫ মে থেকে অতি গুরুত্বপূর্ণ এই পরীক্ষা বন্ধ রয়েছে।ক্রস ম্যাচিং হলো একটি রক্ত পরীক্ষার প্রক্রিয়া, যার মাধ্যমে রক্তদাতা ও রক্তগ্রহীতার রক্তের সামঞ্জস্য পরীক্ষা করা হয়। অস্ত্রোপচার বা রক্তপাতজনিত জরুরি অবস্থায় এটি জীবন বাঁচানোর জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অথচ, জেলার প্রধান চিকিৎসা প্রতিষ্ঠানে এই পরীক্ষা না থাকায় রোগীদের বাইরের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে।এর ফলে রোগীর ঝুঁকি ও সময়ক্ষেপণ দুটোই বাড়ছে। প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ...