ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে জিএস নির্বাচিত হওয়ার পর ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ বলেছেন, জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নেই।বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই প্রতিক্রিয়া জানান তিনি।নবনির্বাচিত ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, সব শিক্ষার্থীদের আমানত আমাদের ওপর অর্পিত হয়েছে। দায়িত্বে থাকাকালীন যদি ভুল কিছু করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন। এ ছাড়া ডাকসু নির্বাচনে এই জয় নিয়ে কোনো বিজয় মিছিল করবেন না বলেও জানান তিনি।এবারের ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দীন খান জয় পেয়েছেন।শীর্ষ তিন পদেই শিবির সমর্থিতরাফলাফলে দেখা গেছে, ঐক্যবদ্ধ শিক্ষার্থী...