আবারও সংকটে পড়েছে হিমালয়কন্যা নেপাল। টানা দুই দিনের জেন-জি আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। এবার দেশটিতে নতুন সরকার গঠনের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। গত ১৭ বছরে দেশটিতে ১৩ বার সরকার বদল হয়েছে। বিশ্লেষকদের মতে, চলমান এই অস্থিরতা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস। এমনকি ২০০৬ সালের গণআন্দোলনের চেয়েও ভয়াবহ, যখন জনগণের তীব্র বিক্ষোভে নেপালের শেষ রাজা জ্ঞানেদ্র শাহ নির্বাহী ক্ষমতা ছাড়তে বাধ্য হন। সেই আন্দোলনে অন্তত ১৮ জন নিহত হয়েছিলেন। এর দুই বছর পর ২০০৮ সালে সংসদের ভোটে নেপালের রাজতন্ত্র বিলুপ্ত হয় এবং নতুন প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়। তবে প্রজাতন্ত্র ঘোষণার পর থেকে রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি দেশটিতে। ২০০৮ সালের পর থেকে এ পর্যন্ত অর্থাৎ ১৭ বছরে নেপাল ইতোমধ্যেই ১৩ বার সরকার...