রাজধানীর রেললাইনঘেঁষা এলাকাগুলোতে মাদকের রাজত্ব। বিশেষ করে কমলাপুর, তেজগাঁও, খিলগাঁও, উত্তরা, কারওয়ান বাজার, টিটিপাড়াসংলগ্ন এলাকা, জুরাইনের রেললাইনের দুই পাশে মাদক কারবার বেড়েছে আশঙ্কাজনক হারে।রাতে বা দিনে হাত বাড়ালেই মিলছে মাদক। স্কুল-কলেজের শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছেন মাদকে। যেখানে-সেখানে চলছে কেনাবেচা ও সেবন। এ যেন মাদকের হাটবাজার। হাত বাড়ালেই মিলছে গাঁজা, ইয়াবা ও ফেনসিডিল। মাদকের ব্যাপক বিস্তারের ফলে এসব এলাকায় বেড়ে গেছে চুরি-ছিনতাই। প্রতিনিয়ত চুরি-ছিনতাইয়ের কারণে এলাকাবাসী ও পথচারীরা ভুগছেন চরম নিরাপত্তাহীনতায়। তেজগাঁও রেললাইনঘেঁষা বাড়ির মালিক শামসুজ্জামান সেলিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘রেললাইনের পাশে থাকি বলে ভয় আর দুশ্চিন্তা আমাদের নিত্যসঙ্গী। সকাল-সন্ধ্যা সব সময় প্রকাশ্যে বিক্রি হয় মাদক। বিশেষ করে সন্ধ্যার পর ঘর থেকে বের হওয়া যায় না। পুলিশের তেমন তৎপরতা চোখে পড়ে না। ’ সূত্রমতে, রেললাইনসংলগ্ন এলাকাগুলোতে জনবসতি বেশি, আবার নিরাপত্তাব্যবস্থা তুলনামূলক দুর্বল।...