কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬ জনের নিহত হওয়ার খবর জানা গেছে। এর মধ্যে হামাসের ৫ সদস্য ও এক কাতারি কর্মকর্তা রয়েছেন। হামাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ হামলার লক্ষ্যবস্তু ছিলেন খলিল আল-হাইয়াসহ হামাসের শীর্ষ নেতারা। হামাসের নিহত ৫ জনের মধ্যে রয়েছেন—আল-হাইয়ার কার্যালয়ের পরিচালক জিহাদ লাবাদ, আল-হাইয়ার ছেলে হুমাম আল-হাইয়া, দেহরক্ষী আবদুল্লাহ আবদুল ওয়াহিদ, দেহরক্ষী মুয়ামেন হাসুনা ও দেহরক্ষী আহমেদ আল-মামলুক। গত বছর তেহরানে ইসমাইল হানিয়া, গাজায় ইয়াহিয়া সিনওয়ার ও সামরিক প্রধান মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকে আল-হাইয়ার গুরুত্ব অনেক বেড়েছে। বর্তমানে তিনি হামাসের নেতৃত্ব পরিষদের পাঁচ প্রধান নেতার একজন। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এই হামলাকে ‘অপরাধমূলক’ আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইন ও...