বাংলাদেশের অর্থনীতিতে প্রতিদিন নারীরা যে অবদান রাখছেন, তার বড় অংশ এত দিন অদৃশ্যই থেকে গেছে। রান্না করা, কাপড় ধোয়া, ঘর গোছানো, শিশু বা প্রবীণের যত্ন নেওয়া কিংবা অসুস্থ পরিবারের সদস্যকে দেখাশোনা—এসব কাজের পারিশ্রমিক নেই, অথচ এই কাজগুলো ছাড়া পরিবার কিংবা সমাজ চালানোই সম্ভব নয়।দীর্ঘদিন এই শ্রমকে জাতীয় অর্থনীতির হিসাবে ধরা হয়নি। তবে এবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রথমবারের মতো নারীর এই অদৃশ্য শ্রমের আর্থিক মূল্য প্রকাশ করেছে, যা পুরো অর্থনীতির জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিবিএসের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ২০২১ সালে বাংলাদেশের গৃহস্থালি ও যত্নমূলক কাজের আর্থিক মূল্য দাঁড়িয়েছে ছয় লাখ ৭০ হাজার কোটি টাকা বা ৬.৭ ট্রিলিয়ন টাকা। এই অঙ্ক দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৮.৯ শতাংশের সমান। এর মধ্যে নারীর অবদান ৮৫ শতাংশ বা পাঁচ...