ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হেরেছে আর্জেন্টিনা। ইকুয়েডরের মাঠে গিয়ে ১-০ ব্যবধানে হারে ১০ জন হয়ে পড়া লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার ম্যাচ শুরুর আধা ঘণ্টা পরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে নেমে চিরপ্রতিদ্বন্দ্বীদের দেখানো পথে হেঁটেছে ব্রাজিলও। বলিভিয়ার মাঠে গিয়ে ১-০ ব্যবধানের হার নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। শুধু স্কোরলাইন নয়, গোল খাওয়ার ধরন এবং টাইমিংয়েও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে অনুসরণ করেছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনা গোলটা হজম করেছে পেনাল্টিতে। প্রথমার্ধের যোগ করা সময়ে স্পটকিকে গোল খায় আর্জেন্টিনা। মজার বিষয়, ব্রাজিলও ম্যাচের একমাত্র গোলটা খেয়েছে পেনাল্টিতে। আর সে গোলটাও হয়েছে পেনাল্টিতেই! শুধু আজকের ম্যাচেই নয়, আগের ম্যাচেও আর্জেন্টিনাকে অনুসরণ করেছিল ব্রাজিল। গত শুক্রবার ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল লিওনেল স্কালোনির দল। সেদিন চিলিকে একই ব্যবধানে হারায় সেলেসাওরা। সেদিনের দুই ম্যাচের গোলের টাইমিংও প্রায়...