বিভিন্ন কোম্পানির শেয়ারের দর বাড়া ও কমার প্রলোভেন দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের বিভ্রান্ত করছে এক শ্রেণির প্রতারক চক্র। তাদের প্রতারণা থেকে সচেতন থাকতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে ১১টি ফেসবুক পেজ, আইডি ও গ্রুপের লিংক প্রকাশ করেছে সংস্থাটি। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আরো পড়ুন:জেনেক্স ইনফোসিসের নতুন সচিব নিয়োগইস্টার্ন হাউজিংয়ের ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারকচক্র পুঁজিবাজারে বিনিয়োগের জন্য লোভনীয় প্রস্তাব করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাথমিক অনুসন্ধানে কিছু ফেসবুক পেজ, আইডি ও গ্রুপের সন্ধান পাওয়া গেছে। ১. শখের শেয়ার বাজার https://www.facebook.com/ profile.php?id=61579790072044 ২. BD STOCK EXCHANGE (DSE & CSE)...