প্যারিসের পার্ক দে প্রিন্সে হোঁচট খাওয়ার আশঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ফ্রান্স। মঙ্গলবার দিবাগত রাতে বিশ্বকাপ বাছাইয়ের ‘গ্রুপ-ডি’ এর ম্যাচে ১০ জন নিয়ে খেলেও আইসল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের নায়ক স্বভাবতই কিলিয়ান এমবাপ্পে। যিনি এক গোল করার পাশাপাশি একটিতে সহায়তা করে লিখেছেন নতুন ইতিহাসও। প্রথমার্ধের ২১ মিনিটে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায় আইসল্যান্ড। মিশেল ওলিসের ভুলে বল কাড়েন আইসাক বার্গম্যান জোহানসন, সেখান থেকে গোল করেন আন্দ্রি গুডইয়োনসেন। প্রাক্তন চেলসি ও বার্সেলোনা ফরোয়ার্ড আইদুর গুডইয়োনসেনের ছেলে তিনি।আরো পড়ুন:দারুণ গোলে অঁরির রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয়ফ্রান্স দলে নতুন মুখ আকিউস, সুযোগ মেলেনি একিতিকের দারুণ গোলে অঁরির রেকর্ড ছুঁলেন এমবাপ্পে, ফ্রান্সের স্বস্তির জয় তবে বিরতিতে যাওয়ার আগে ফ্রান্স সমতায় ফেরে। মার্কাস থুরামকে ফাউল করলে ভিএআরের সহায়তায় পেনাল্টি পায়...