ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে নথি হিসেবে মান্যতা পেল আধার কার্ড। নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। বিহারে বিধানসভা নির্বাচনের আগেরাজনৈতিক তরজার কেন্দ্রে রয়েছেকমিশনের নিবিড় সংশোধনের উদ্যোগ। এ নিয়ে আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে। বিহারে নিবিড় সংশোধনের ফলেলক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে। এই প্রক্রিয়ায় যে ১১টি নথি নাগরিকদের দেখাতে বলা হয়েছিল, তার মধ্যে ছিল না আধার কার্ড। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ নির্দেশ দিয়েছে, ১২ নম্বর নথি হিসেবে যুক্ত করতে হবে আধার কার্ডকে। এই নির্দেশের ফলেবিহারেকমিশনের খসড়া ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ পড়েছে, তারা ফের আবেদন করতে পারবেন। তালিকায় অন্তর্ভুক্তির জন্য এক্ষেত্রে তারা আধার কার্ডকে নথি হিসেবে দেখাতে পারবেন। যদিও এই কার্ড নাগরিকত্বের পরিচয় নয়, শুধু একটি পরিচয়পত্র। সুপ্রিম কোর্টের শুনানিতে...