১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ এএম দক্ষিণ এশিয়ার হিমালয় কন্যা নেপাল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সঙ্কটের মুখোমুখি হয়েছে। দেশটিতে টানা দুই দিনের ব্যাপক অস্থিরতা এবং জনবিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর সেনাবাহিনী বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে আহ্বান জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। সোমবার থেকে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়। পার্লামেন্ট, প্রেসিডেন্ট ভবন এবং অন্যান্য সরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল এক ভিডিও বার্তায় বিক্ষোভকারীদের সংযম প্রদর্শন এবং আলোচনার টেবিলে বসার আহ্বান জানান। তিনি বলেন, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিক্ষোভে ব্যাপক প্রাণহানি এবং সম্পদের ক্ষতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হয়েছেন...