একটি পরিচ্ছন্ন, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন গণতন্ত্রের প্রথম শর্ত। আওয়ামী লীগ ক্ষমতাকে কুক্ষিগত করতে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করেনি।তারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া অন্তর্র্বর্তী সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে। ১৫ বছরে স্থানীয় ও জাতীয় নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করে অনেকটা একদলীয় ধাঁচের আওয়ামীতন্ত্র চালুর বিরুদ্ধে ছাত্র-জনতা গর্জে উঠেছিল ২০২৪-এর জুলাই বিপ্লবের মাধ্যমে। এই আন্দোলনে স্বৈরাচার আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর দেশের মানুষ আবার নিজেরা নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার স্বপ্ন দেখছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্বাচনি রোডম্যাপ ঘোষণাকে বিএনপি স্বাগত জানিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছে। বিএনপির সমমনা দলগুলো রোডম্যাপকে সমর্থন ও ইতিবাচক বলে...