যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারে ইসরায়েলি বিমান হামলার বিষয়ে জানিয়েছেন, তিনি এ ঘটনায় “খুশি নন”, যা ইসরায়েলের হামাস-বিরোধী যুদ্ধকে আন্তর্জাতিক পর্যায়ে আরও চাপের মুখে ফেলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে ‘সম্পূর্ণ যৌক্তিক’ বলে দাবি করেছেন। তার ভাষ্য অনুযায়ী, কাতারে এই হামলা হামাস নেতাদের লক্ষ্য করেই করা হয়েছে, যারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার মূল সংগঠক ছিলেন। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে, দোহায় ইসরায়েলি বিমান হামলায় তাদের ৫ জন সদস্য নিহত হয়েছেন। কাতার সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় দুপুরে ৮টি পৃথক বিস্ফোরণের শব্দ শোনা যায়। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। তবে হামাসের হতাহতের বিষয়ে তারা...