সব মুসলমানের কাছে বড় প্রিয় একটি নাম মুহাম্মদ (সা.)। মুসলমান হিসেবে আমাদের সবারই প্রিয় তিনি।তিনি আমাদের প্রাণের চেয়েও অধিক প্রিয়। রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতা, সন্তান এবং সব মানুষ অপেক্ষা প্রিয়তম না হয়েছি। ’ (সহিহ বুখারি, হা. ১৫, সহিহ মুসলিম, হা. ১৭৮)। মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসার অন্যতম দাবি হলো- তাঁর সিরাত জানা ও তদনুযায়ী জীবন গড়া। সিরাত বলতে বোঝায় মুহাম্মদ (সা.)-এর জীবনে সংঘটিত সব ঘটনার বিবরণ ও ইতিহাস। তিনি যা বলেছেন, যা করেছেন এবং যা কিছুর অনুমোদন দিয়েছেন। রসুলুল্লাহ (সা.)-এর জীবনচরিত, তাঁর চারিত্রিক গুণাবলি ও বৈশিষ্ট্য, তাঁর জন্ম ও বংশধারা, তাঁর নবুওয়তের দলিলগুলো, মুজেজা ইত্যাদি রসুলুল্লাহ (সা.)-এর সিরাতের মৌলিক বিষয়। মুসলমান হিসেবে এসব বিষয় জানা ইমানের দাবি।...