ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ডাকসুর এই বিজয়ের মধ্য দিয়ে জুলাইয়ের প্রজন্ম জয়লাভ করেছে। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর পাশে পরিবারের মতো থাকবেন ডাকসু নির্বাচনে নবনির্বাচিতরা। আজ বুধবার সকালে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন সাদিক কায়েম। এবারের ডাকসু নির্বাচনে সহ–সভাপতি (ভিপি) পদে মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে এস এম ফরহাদ ও সহ–সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দিন খান জয়ী হয়েছেন। এরা সকলেই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী। উপস্থিত সাংবাদিকদের মোবারকবাদ জানিয়ে সাদিক বলেন, ‘ডাকসু নির্বাচন জয়-পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয় লাভ করেছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জয়লাভ করেছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ে আকাঙ্ক্ষা বিজয় লাভ...