নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে "ইমাম মাহদী" দাবি করা নুরাল হক ওরফে নুরাল পাগলার মৃত্যুর পর তার বড় ছেলে মেহেদী নূরতাজ ওরফে নূরতাজ নোভা তার বাবার অসমাপ্ত কাজ চালিয়ে যাচ্ছেন, তবে আরও ধূর্ত ও ভয়ঙ্কর কৌশলে। নুরাল পাগলার মরদেহ আগুনে পোড়ানোর পর অনেকেই ভেবেছিলেন যে এই ভণ্ডামীর অবসান হলো। কিন্তু সেই ছাই থেকে আরও ভয়ংকর এক ফিনিক্স পাখির জন্ম হয়েছে বলে দাবি করা হচ্ছে। নূরতাজ নোভা বাবার মতো নিজেকে প্রকাশ্যে মাহদী দাবি না করে শান্তির মুখোশ পরেছেন। তবে এই মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক নারীলোভী চরিত্র, যার প্রমাণ মিলেছে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু আপত্তিকর ছবি ও ভিডিওতে, যেখানে তরুণীদের সাথে তার ঘনিষ্ঠতা চোখে পড়ার মতো। তার নেতৃত্বে একদল নারী-পুরুষ সাদা পোশাকে গ্রাম-গঞ্জে ঘুরে বেড়ায়, নিজেদের "আল্লাহর বান্দা"...