ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজের জয়কে শিক্ষার্থীদের বিজয় বলে মন্তব্য করেছেন সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হওয়া ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের এস এম ফরহাদ। আজ বুধবার সকালে ডাকসু ভোটের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচনে জিএস এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়ী হন। এস এম ফরহাদ বলেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।’ তিনি বলেন, সব শিক্ষার্থীর আমানত...