খাগড়াছড়ি: পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের জিয়ানগর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) লোগাং জোনের সদস্যরা।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল দলের সদস্যরা এ অভিযান চালান। এ সময় আনুমানিক ৩২ ঘনফুট গোল কাঠ জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা কাঠ বন বিভাগের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় বন ও পরিবেশ রক্ষায় অবৈধ কাঠ পাচার রোধসহ বন উজাড় প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।স্থানীয়রা জানায়, পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু চক্র বন উজাড় করে অবৈধভাবে কাঠ পাচার করে আসছিল। বিজিবির এমন অভিযান বন সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। স্থানীয়দের আশা, এ ধরণের নিয়মিত নজরদারি বন ধ্বংসের প্রবণতা অনেকটা কমিয়ে আনবে।নিউজজি/এসএম...