পাগলাটে এক ম্যাচে গোল উৎসবে মেতে উঠলেন আর্লিং হালান্ড ও তার সতীর্থ থেলো আসগার্ড। দুজন মিলে একের পর বল পাঠালেন জালে। মলদোভার রক্ষণ চূর্ণ-বিচূর্ণ করে বিশাল ব্যবধানে জিতল হালান্ডের দেশ নরওয়ে। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মলদোভাকে ১১-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। ঘরের মাঠে মঙ্গলবার রাতের ম্যাচটিতে একাই ৫ গোল করেছেন হালান্ড। আর আসগার্ডের নামের পাশে গোলসংখ্যা ৪টি।বাকি দুই গোল করেন মার্টিন ওডেগার্ড ও ফেলিক্স হর্ন মায়রি। ম্যাচে মলদোভার একমাত্র গোলটিও মূলত নরওয়েরই করা। দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে অতিথিদের কিছুটা আনন্দের উপলক্ষ্য এনে দেন লিও স্কিরি ওস্তিগার্ড। নরওয়ের বিশাল এই জয় ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের রেকর্ড। ১৯৯৬ সালের বাছাইয়ে লিচেন্সটেইনের বিপক্ষে সমান ১১-১ গোলে জিতেছিল মেসেডোনিয়া।সব মিলিয়ে এ নিয়ে তিনবার ম্যাচে ১১ গোল করল নরওয়ে। ফিনল্যান্ডের বিপক্ষে ১৯৪৬ সালে ১২-০ গোলের জয়...