১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ এএম দিনাজপুরের ঘোড়াঘাটে এনজিও কর্মী পরিচয়ে প্রতারণার অভিযোগে আনোয়ার হোসেন জুয়েল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলগাড়ি বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক জুয়েলের বাড়ি নওগাঁর পত্নীতলা উপজেলার বইনি গ্রামে। জুয়েল নিজেকে বেসরকারি সংস্থা ‘ওয়েভ ফাউন্ডেশন’-এর ম্যানেজার পরিচয় দিলেও পুলিশের পক্ষ থেকে ওই সংস্থার কোনো কার্যালয় বা কর্মকর্তার খোঁজ মেলেনি। স্থানীয়দের অভিযোগ, তিনি সহজ শর্তে ঋণ প্রদানের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সদস্য ফরমের নামে টাকা নেন। চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এভাবে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। বলগাড়ি বাজারের ব্যবসায়ী সরোয়ার হোসেন বলেন, আমাকে ১...