১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম দখলদার ইসরায়েলি বাহিনী কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলাকে ‘অপ্রীতিকর ঘটনা’ বলে উল্লেখ করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হামলার অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এটি জানিয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। মঙ্গলবার ইসরায়েল হামাস নেতাদের ওপর হামলা চালায়। হোয়াইট হাউসের মুখপাত্র কারোলাইন লেভিট জানান, হামাসের অবস্থান খুবই দুঃখজনকভাবে দোহার এক এলাকায় হওয়ায় হামলার সময় কাতারকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ট্রাম্প মনে করেন, কাতার যুক্তরাষ্ট্রের খুব ভালো মিত্র ও বন্ধু এবং এমন হামলা কোনোভাবেই ইসরায়েল বা আমেরিকার লক্ষ্য পূরণে সহায়ক নয়। ট্রাম্প বিশেষ দূত স্টিভেন উইটকফকে কাতারকে হামলার বিষয়ে অবহিত করতে নির্দেশ দেন এবং পরে...