হঠাৎ করেই কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। বর্বর এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন সেখানে অবস্থানরত হামাস নেতারা। নিরাপদেই আছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরাইল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এসব তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, হামলায় হামাস নেতারা নিরাপদ থাকলেও ক্ষতিগ্রস্ত হয় তাদের শেলটার দেওয়া হোটেল। সেখানেই গাজায় যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনা করছিলেন হামাস নেতারা। হামলার লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া, জাহের জাবারিনসহ আরও কয়েকজন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার সমন্বয়ক ছিলেন তিনি নিজেই। এদিকে তেলআবিবের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে কাতার। নিন্দা জানিয়েছে ইরানসহ বেশ কয়েকটি আরব দেশ।আরও পড়ুনআরও পড়ুনকাতারে ইসরাইলের হামলা, যা বললেন ‘অসন্তুষ্ট’ ট্রাম্প...