মানিকগঞ্জে কুরিয়ার সার্ভিস ব্যবহার করে দীর্ঘদিন ধরে ভ্যাট (মুসক) ফাঁকি দিয়ে পণ্য পাচারের অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে এবার জননী এক্সপ্রেস অ্যান্ড পার্সেল সার্ভিস থেকে বিপুল পরিমাণ জুতা জব্দ করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেউথা রোডের এই কুরিয়ার অফিসে হঠাৎ অভিযান চালান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-মুনতাসির মামুন। অভিযানে ১৭টি কার্টনভর্তি ‘নিউ চায়না’ ব্র্যান্ডের ৩৮৮ জোড়া জুতা জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় এক লাখ টাকা। অভিযান শেষে ম্যাজিস্ট্রেট আল-মুনতাসির মামুন সাংবাদিকদের বলেন—‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটি বড় চালান এসেছে, যার বিপরীতে কোনো মুসক কাগজপত্র নেই। ম্যানেজারকে বারবার জিজ্ঞাসা করেও তিনি চালানের কোনো বৈধতা প্রমাণ করতে পারেননি। ফলে আমরা পুরো চালান জব্দ করি।’ অভিযানে সহায়তা করেন কাস্টমস, এক্সাইজ ও...