এইডেন মার্করামকে নিয়ে কাড়াকাড়ি পড়াটা অনুমিতই ছিল। নিলামের টেবিল উত্তাল করে রেকর্ড গড়লেন তিনি। তবে সেই রেকর্ডের স্থায়িত্ব হলো স্রেফ ১২ মিনিট। আরেকটি অনুমিত ঝড়ে পারিশ্রমিকের সব রেকর্ড তছনছ করে দিলেন ডেওয়াল্ড ব্রেভিস। তবে বাংলাদেশের ক্রিকেটে ওসব নিয়ে তোলপাড় খুব একটা নেই। এসএ টোয়েন্টির নিলামে এদেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে তাইজুল ইসলাম। দলীয় ভারসাম্য ও নানা কারণ মিলিয়ে বিপিএলেও নিয়মিত মাঠে নামার সুযোগ পান না তাইজুল। গত বিপিএলে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে স্রেফ দুটি ম্যাচে খেলতে পেরেছিলেন তিনি। সেই বাঁহাতি স্পিনার দল পেয়েছেন এসএ টোয়েন্টিতে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগটির নিলামে মঙ্গলবার বাংলাদেশের স্পিনারকে ৫ লাখ র্যান্ড (প্রায় সাড়ে ২৮ হাজার মার্কিন ডলার) দিয়ে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। বলার অপেক্ষা রাখে না, দেশের বাইরের লিগে এই প্রথম সুযোগ পেলেন ৩৩ বছর...