নেপালে দিনভর সহিংস সরকারবিরোধী বিক্ষোভ ও বহু হতাহতের পর মঙ্গলবার রাত ১০টা থেকে জাতীয় নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মঙ্গলবার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘নেপাল সেনাবাহিনী সবসময় জনগণের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে আমরা জনগণের জীবন ও সম্পদ রক্ষায় অঙ্গীকার করছি। যুব সমাজ ও দেশবাসীকে শান্ত থাকার, সামাজিক সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানাচ্ছি যাতে পরিস্থিতি আর অবনতির দিকে না যায়।’ এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সহিংস পরিস্থিতির মধ্যে ভিডিওবার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল। ২ মিনিট ৪০ সেকেন্ডের এই ভিডিওবার্তায় তিনি নাগরিকদের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। এ ছাড়া সব পক্ষকে সংলাপের পথে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। প্রতিবাদ কর্মসূচি সাময়িকভাবে...