পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের এতটা করুণ অবস্থা কখনো ছিল না। তারা দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল বলিভিয়ার কাছে হেরে পঞ্চম স্থানে থেকে। কনমেবল বাছাইপর্বে এটাই ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বাজে পারফরম্যান্স। এই প্রথমবার ব্রাজিল টপ-৩ এর বাইরে থেকে বাছাইপর্ব শেষ করল। এর আগে কখনোই এমন হয়নি। তাছাড়া নিজেদের ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হারের তিক্ত অভিজ্ঞতাও এই আসরে প্রথমবার পেল তারা। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮ ম্যাচে ৩৮। পুরো বাছাই প্রক্রিয়ায় তিনবার কোচ পরিবর্তন করেছে ব্রাজিল। দোদুল্যমান এই পরিস্থিতি দলের পারফরম্যান্সেও প্রভাব ফেলেছে। যদিও নতুন বাছাই ফরম্যাট অনুযায়ী সরাসরি বিশ্বকাপে জায়গা মিলেছে, তবে পুরোনো নিয়মে হলে ব্রাজিলকে প্লে-অফ খেলতে হতো। এমন ব্যর্থতার পর ব্রাজিল দলে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে ২০২৬ বিশ্বকাপের...