ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারা পরাজিত হয়েছে, তা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি এই স্ট্যাটাস দেন। মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, আজকের ডাকসুতে পরাজিত হচ্ছে কে জানেন? খুনি হাসিনা লীগ যারা বাংলাদেশ থেকে নির্বাচন গুম করে দেশটা অন্যদের হাতে তুলে দিয়েছিল। তিনি আরও লিখেছেন, আর জয়ী কে হবে? কোনো প্রার্থী বা দল না। জয়ী হবে বাংলাদেশের গণতন্ত্রের দিকে যাত্রা। জয়ী হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই, যারা দিন শেষে এক হয়ে শ্লোগান দিয়েছে, ‘খুনি হাসিনার বিচার চাই’। এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে...