১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৮ এএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫০ এএম ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধে যে কূটনৈতিক তৎপরতা চলছিল, কাতারে সাম্প্রতিক হামলায় তা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে; তবে এ ঘটনা দোহার কূটনৈতিক তৎপরতাকে প্রতিহত করতে পারবে না বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান বিন জসিম আল থানি। তিনি বলেন, কাতারের কূটনীতি কোনো দেশের আচরণের ওপর নির্ভরশীল নয় এবং এই হামলার মধ্যেও দেশের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। গতকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহার আবাসিক এলাকায় ইসরায়েল হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালায়। ওই সময়ে হামাসের শীর্ষ নেতা ও মুখপাত্র খলিল আল হায়া এবং হাইকমান্ডের অন্যান্য সদস্যরা গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন। কাতারের প্রধানমন্ত্রী বলেন, হামলার কারণে কূটনৈতিক তৎপরতায় অনিশ্চয়তা সৃষ্টি হলেও এটি কাতারের কূটনীতি...