কচুয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রাকিবুল ইসলাম এর পরামর্শে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথকভাবে এ পরিষ্কার অভিযান হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর শীতকে ঘিরে বিভিন্ন সময়ে এ আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় রাতে ও ভোরে ডাকাতি ও চুরির বেশ কিছু ঘটনা ঘটে। এ সকল চুরি-ডাকাতিকালে রাস্তার দুই পাশে ঝোপঝাড়ের মধ্যে ডাকাত ও চোর চক্র দলের সদস্যরা আগে থেকে লুকিয়ে থাকত। পরে যানবাহন সামনে আসলে ডাকাত দলের সদস্যরা ঝোপঝাড় থেকে বেরিয়ে যানবাহনের গতিরোধ করে ডাকাতি শেষে আবার ঝোপঝাড়ের ভেতরে পালিয়ে যেত। তাই চুরি-ডাকাতি রোধে পরিষ্কারের এ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে জনগণ রাস্তা দিয়ে নিরাপদ ও নির্বিঘ্নে চলাচল করতে পারে। স্থানীয় ইউপি সদস্য শরীফ ও চাংপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক জানান, রাস্তার দুই পাশে...