ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন বন্ধে যে কূটনৈতিক তৎপরতা চলছিল, কাতারে সাম্প্রতিক হামলায় তা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে; তবে এ ঘটনা দোহার কূটনৈতিক তৎপরতাকে প্রতিহত করতে পারবে না বলে ঘোষণা করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান বিন জসিম আল থানি। গত কাল মঙ্গলবার হামলার কয়েক ঘণ্টা পর এক ব্রিফিংয়ে কাতারের প্রধানমন্ত্রী বলেন, “গাজায় আগ্রাসন বন্ধে যে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছিল, আজকের হামলায় তাতে খানিকটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কাতারের কূটনীতি ইসরায়েলের মতো দেশগুলোর আচরণের ওপর ভিত্তি করে তৈরি হয়নি। কাতারের কূটনৈতিক তৎপরতা কাতারের নিজস্ব পরিচয়ের অংশ এবং আজকের হামলা এই আমাদের কূটনৈতিক তৎপরতাকে প্রতিহত করতে পারবে না।” গাজায় যুদ্ধবিরতির জন্য সম্প্রতি একটি খসড়া প্রস্তাব গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে পাঠিয়েছেন ট্রাম্প। গতকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহার আবাসিক এলাকার...