অবরোধ আহ্বানকারীরা অভিযোগ করে জানায়, গত ৭ সেপ্টেম্বর মানিকছড়ির তবলা পাড়ায় সন্দেহভাজন কয়েকজনকে গ্রামবাসী আটক করলে তাদের ছাড়িয়ে আনতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লাঠিচার্জ ও গুলিবর্ষণের অভিযোগ তুলেছে পাহাড়ি ছাত্র পরিষদ। এ ঘটনার প্রতিবাদ ও দায়ীদের গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার দপ্তর সম্পাদক স্বপন চাকমা এক বিবৃতিতে এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, শহরের প্রবেশমুখে অবরোধকারীরা যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো নিরাপদে শহরে প্রবেশ করেছে। নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে দুপুর পর্যন্ত জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।নিউজজি/এসএম মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে...