দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের প্রাণঘাতী হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করেছে, কাতারকে আগে থেকেই সতর্ক করা হয়েছিল। কিন্তু কাতার এ দাবি সরাসরি অস্বীকার করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছিল ইসরায়েল হামাস নেতাদের লক্ষ্য করছে, যারা “দুর্ভাগ্যজনকভাবে” দোহায় অবস্থান করছিল। তিনি আরও বলেন, “একটি সার্বভৌম দেশে একতরফা বোমাবর্ষণ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের লক্ষ্য পূরণ করে না। তবে হামাসকে দুর্বল করা একটি সঠিক পদক্ষেপ।” খবর আল জাজিরার। লেভিট দাবি করেন, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারকে হামলার আগেই অবহিত করেছিলেন। কিন্তু কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, “আমাদের সরকারকে আগে থেকে অবহিত করা হয়েছে— এই দাবি সম্পূর্ণ মিথ্যা।” তিনি জানান, মার্কিন ফোন কলটি আসে হামলার শব্দ শোনা যাওয়ার সময়ই।...