ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, যে মতের হোক না কেন, সবাই একসাথে কাজ করবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব। সাদিক কায়েম জানান, যারা নির্বাচনে একসাথে ছিলেন তারা প্রত্যেকেই উপদেষ্টা হিসেবে পরামর্শ দেবেন। এছাড়া তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয়েছে এবং এখান থেকেই আগামী বাংলাদেশের স্বপ্ন দেখা হবে। দায়িত্বপালনের সময় মারা যাওয়া সাংবাদিক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাদিক কায়েম। তিনি একই সঙ্গে সব গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। আরো পড়ুন :ডাকসু নির্বাচন : শিবিরের সাদিক ভিপি, ফরহাদ জিএস বুধবার সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে...