জানা যায়, মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে ও এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে এ অবরোধের ডাক দেয় ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নারী আত্মরক্ষা কমিটি। অবরোধের ফলে খাগড়াছড়ি জেলা শহরের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ রয়েছে জেলার আভ্যন্তরীণ সড়কের যান চলাচল। তবে জেলা শহর ও বিভিন্ন উপজেলা শহরে সীমিত পরিসরে ইজিবাইক ও মোটরসাইকেলসহ ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। অবরোধের সমর্থনে ভোরে খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কের চেঙ্গী ব্রিজ এলাকা ও পানছড়ি সড়কের টেকনিক্যাল স্কুলের সামনে টায়ার ও গাছের গুঁড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। এছাড়াও খাগড়াছড়ি-সাজেক সড়কের বিভিন্ন স্থানে রাস্তায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কে অবরোধ সৃষ্টি করেছে অবরোধ সমর্থকরা। অবরোধ চলাকালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা...