সাতক্ষীরা: মাছের ঘেরের চারপাশে ঝুলছে লাউ, করলা, শিম আর উচ্ছে। ঘেরের বেড়ি যেন সবুজে ঢাকা টানেল। সাতক্ষীরার বিভিন্ন উপজেলার গ্রামীণ জনপদে এখন এমন দৃশ্যই চোখে পড়ে।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর জেলায় ঘেরের বেড়িতে সবজি চাষ হয়েছে ৯৩৬ হেক্টর জমিতে। গত বছর এই পরিমাণ ছিল ৮৭১ হেক্টর। অর্থাৎ এক বছরে বেড়েছে ৬৫ হেক্টর। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে কালিগঞ্জ উপজেলায়।সাতক্ষীরা সদর উপজেলার কৃষক আবদুল জলিল বলেন, আগে শুধু মাছ চাষ করতাম। কিন্তু এখন ঘেরের বেড়িতে খেরাই, উচ্ছে আর লাউ চাষ করি। মাছ বিক্রি হয়, সবজিও বিক্রি হয়। এতে আয় দ্বিগুণ হচ্ছে।শ্যামনগর উপজেলার কৃষাণী নাজমা খাতুন জানান, আমরা আগে বাজার থেকে সবজি কিনতাম। এখন ঘেরের বেড়ি থেকে সবজি তুলে রান্না করি। নিজেরা খাই, আবার বাড়তি সবজি বাজারে বিক্রি...