আবারও আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত তার পারিবারিক বহুতল ভবনটি অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (জিএইচএমসি) অভিনেতাকে নোটিশ পাঠিয়েছে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জুবিলি হিলসের ‘আল্লু বিজনেস পার্ক’ নামের ওই বহুতলেই পরিবারসহ থাকেন আল্লু অর্জুন। জিএইচএমসি জানিয়েছে, ভবনটি অনুমোদিত নকশার বাইরে গিয়ে তৈরি করা হয়েছে। পরিদর্শনে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আল্লু পরিবারকে ‘শো-কজ’ নোটিশ পাঠানো হয়। আরো পড়ুন :বলিউডের সেরা তারকার তালিকায় শীর্ষে সালমান, নেই শাহরুখ, আমির নোটিশে বলা হয়েছে, ১১,০৩৪ বর্গফুট জমিতে সর্বোচ্চ পাঁচতলা (গ্রাউন্ড ফ্লোরসহ চারতলা) ভবন নির্মাণের অনুমতি ছিল। কিন্তু বাস্তবে ভবনটির উপরের দিকে অতিরিক্ত একটি তলা নির্মাণ করা হয়েছে, যা পুরোপুরি বেআইনি। জিএইচএমসি জানিয়েছে, আল্লু অর্জুনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।...